ABP Ananda Live: অবিলম্বে যোগ্য়-অযোগ্য়দের তালিকা প্রকাশ করতে হবে। এই দাবিতে, চাকরিহারা অশিক্ষক কর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল মধ্য়শিক্ষা পর্ষদের অফিস। এখনও পর্ষদের অফিস ঘেরাও করে রেখেছেন কর্মীরা। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি পেয়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের ক্ষেত্রে কেন আদালতে লড়াই করল না রাজ্য় সরকার? কীভাবে তাঁদের কথা ভুলে গেল? এদিন সকাল থেকেই করুণাময়ীতে বিক্ষোভ দেখান চাকরিহারা অশিক্ষককর্মীরা। বিকেলে মধ্য়শিক্ষা পর্ষদের অফিসে যায় ৮ জনের প্রতিনিধি দল। কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি বলে সূত্রের খবর। এরপরই ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা।
Category
🗞
NewsTranscript
00:00সরিয়ে দিলেও আম্রা জাবনা তাতে আমাদের কে গুলি গরুক মের দিকে এবাবে আমাদের আরবেচে ধাকের কোন্র প্রিজন নাই
00:13আগ্দিকে জখন এসেসে ভাবনে শামে জগো চাক্রিহারা দের উহিজন খিলে ধুন্ধুমার পোরস্তিতি বেনো জের বিখ্র দাখালেন চাক্রা শ
00:43আগো জগো দের লিসে পাবলিশ করা হবে জগো জগো গোরো গরুপ্য়ে করমিদের তাখনোর ভেতরে অবেন আম্রা বাইর অবাইর অস্তান করো জে
01:13এই পরিসেরেতে অবিনামে জগো অজগোদের তারিকা পকাশের দাভিতে এশ অম্বাল মথোশেকা পষ্য়ের অফিসের জান চাক্রি হাডের আজমের
01:43জে এসেসেকে শিক্রিতে দিতো হাবে পষ্য়ের অজগো অজগো সেগ্রিগেটেট করোদো হাহবে
01:50কিন্তো সেই তালিকাতো বের লোই না অপরন তু তারা জান্তে পারেন নিজে কারা জগো এবন কারা আজগো
01:56সেকারোনি তারা আখনো পর্জন্তো তাদের অবস্থান চালিএ জাছেন এই মহোর্তে দিরোজ্যো ভাবন তারা ঘেরাও করেন চাটটি জে গেট্�
02:26অনায় অভিচার্ সাব মিলে শিখাক থেকে শিখাকো মিলে বিখোবে উতাল ডাজ্পাত অশোস্তে দের্টু নোমুন সরকাড অনেম্পান ভিশাশো �
02:56এবিপি আনন্দু এগিে থাকে এগিে রাখে