ABP Ananda Live: এখনই হিংসা বিধ্বস্ত এলাকায় না যাওয়ার জন্য় রাজ্য়পালকে অনুরোধ করেছিলেন মুখ্য়মন্ত্রী। কিন্তু সেই অনুরোধকে কার্যত উপেক্ষা করে, মুর্শিদাবাদে যেতে চান রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, আজ সন্ধের ট্রেনে করে মুর্শিদাবাদ যাওয়ার কথা ছিল রাজ্যপালের। তারপর শুক্রবার ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল। পরে রাজভবনের তরফে জানানো হয়, বৃহস্পতিবার রাজ্য়পাল মুর্শিদাবাদ যাচ্ছেন না। শুক্রবার সকালে ট্রেনে করে মালদা টাউনে যাবেন তিনি। মুর্শিদাবাদে অশান্তিতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করার জন্য, তড়িঘড়ি দিল্লি সফর কাটছাঁট করে বৃহস্পতিবার সকালে কলকাতায় ফেরেন রাজ্যপাল। এদিন রাজভবনে কয়েকজন ঘরছাড়ার সঙ্গে কথা বলেন। যাঁদেরকে নিয়ে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
Category
🗞
NewsTranscript
00:00আমি এপিল করো মানোন্য় রাজ্যপাল মহাশয়েকে পলিজ উএট ফ্য় ডেজ দেজ মোর
00:05আমি দোমতমে মুষিতাবাদ সাধরন মানোসের চোখে মুখে আতংকের ছাপ, ঘর ছারারা অনেকে একনো ভায় পাশের জেলা মালদায় কিমাপোষ্ছি
00:35কিদু রাজ্যপালকে এখনি মুর্ষিতাবাদ নাজেতে অনোরত করছেন মুখোমন্তরি
01:05আমি রিকোইস্ট করবো এই মুর্তে শিটুএশন কেও জনো আমরা গিএ লকাল ছারা আর শিটুএশন কে আমরা জনো কেও কি বলো জান্তির বাতাবান ফি
01:35আমাদের স্টেড উইমেন কমিশেনো জিটে চিয়েছেদো তাদের আমরা বলেচি পলাছি পলাছি পিয়ে জিয়ে দিন আপিক্খা করুন আগে উদেমো�
02:05তাপো সুক্রভার ঘটনাস্থলে জাার কথাছিলো পরে রাজভাবোনে তারফে জানান হয়ে এদিন রাজ্যপাল মুর্ষিদাবাদ জাচেন না সুক্র্
02:35জা মনে মুক্তো, তত্থে জুক্তো, এবং জাবতিও শিমানার বাধান থেকে মুক্তো
02:41শিমা না সবদটির মধ্থি লুকিযাছে মানা সবদটির জানো চোক্রাগানি এক অজ্রিশ ভেনা জাটকে রাখে আমাদের এক ছোট তোগন্ডির মধ্থ�
03:11চোকে চোকে মানা ক্যাখু হচের মানা কৃলা কাবযারর ঁহমারণিবে আমোয়া দোয়ড়া দ্যালাখাবর কাভোঠোড জাকের হসাটকে