Supreme Court: রামনবমী ঘিরে মাতোয়ারা গোটা রাজ্য। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে যে ২৫ হাজার ৭৫২ জনের চাকরি গিয়েছে, তাঁদের জীবনে নেমে এসেছে দুঃস্বপ্ন। তাই গেরুয়া ধ্বজায়, 'জয় শ্রীরাম' স্লোগানে গোটা শহর যখন ছেয়ে গিয়েছে, তাঁরা গুমরে মরছেন প্রতি মুহূর্তে। সেই আবহে, রামনবমীর দিনে রাজ্যের শাসক এবং বিরোধী রাজনৈতিকগুলির অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন চাকরিহারারা। শাসক-বিরোধী প্রত্যেকেই সমবেদনা রয়েছে বলছেন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে তাঁরা কী করছেন, প্রশ্ন তুললেন সকলে। (SSC Scam)
রবিবার রামনবমীতে উৎসবের আমেজ শহর থেকে জেলায়। কিন্তু চাকরিহারাদের মধ্যে হাহাকার। সেই নিয়ে শহিদ মিনার থেকে মুখ খুললেন তাঁরা। জানালেন, আগামী কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেখা করতে যাবেন অবশ্যই। তবে সমবেদনা কুড়োতে নয়, সান্ত্বনা পেতে নয়, তাঁদের বাঁচানোর দায় যে রাজ্য সরকারের, সেই বার্তাই দেবেন মুখ্যমন্ত্রীকে। (SSC Case)
রবিবার রামনবমীতে উৎসবের আমেজ শহর থেকে জেলায়। কিন্তু চাকরিহারাদের মধ্যে হাহাকার। সেই নিয়ে শহিদ মিনার থেকে মুখ খুললেন তাঁরা। জানালেন, আগামী কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেখা করতে যাবেন অবশ্যই। তবে সমবেদনা কুড়োতে নয়, সান্ত্বনা পেতে নয়, তাঁদের বাঁচানোর দায় যে রাজ্য সরকারের, সেই বার্তাই দেবেন মুখ্যমন্ত্রীকে। (SSC Case)
Category
🗞
NewsTranscript
00:00ಅಗಾಮಇ ಕಾಲ ಜಾಬವ ಸಧಿ ಮಾಟರ ಏಇ ಆಶಾಈ ಏಬನ ಏಇ ದಾವಿ ತಇ
00:05ಸಗರಟಾ ನಿರಕಹಿ ಭಹಾಲ ಹಿಲದಾಮದಿ ಪರವಿ ಪರವಿ ಚರಿಗಕ ತಾಬವ ಸಗರಟಾ ಆಮಡಾ ಚರಗರದ ಪರವಿ ಚರಗರದ ಪರವಿ ಪರ�
00:35আম্রা পাস দিট্ছি, আম্রা ফেরিপাই কর্ছি
00:38তার পরেয়, জদি এক জন আজগ্গো কে আম্রা ছিন নিটো কতে পারি অই মিটিঙের ভেতোর
00:43আম্রা কনো পরিকখা দেবো না, কারোন রিটেন একজাম এক্বার দেচি, সরকারি চাকরিচ জন্ন কিবাবে খাট্তায় আম্রা জনি, জানে টাকা দি
01:13না, আপনে এমনে পরিকখা নেবেন হাজার বান নিম্, কিংতু এই চাকরিটে বহল তাক্তা গেলে পরিকখা দিতা আবে, এতা মানি না, কারন আম্রা �
01:43তার জিবন জিিকা দাইত তো কে নেবে, এতা কখনো হতে পারের
01:46কালকে দিন্টা উত্তন্তো গুরত্তো পুরনো তার কারন কাল
01:49চাক্রি হারাদের সংগে বোইতাক কোরে নেতাজি ইংডোর চেদিযামে মক্খমন্তরি মমতা বন্দপাদ দাই গিদু তার আগে
01:54চাক্রি হারাদের একটা বডো অংসো কার্জোতো হুশিআরি ছুরে দেচের নাজো সংগারের উদ্ধেশে
01:59জকনে ইকটা বলা হোছে জে কাল্কের ভোইটাকে এক জনো জদি অজগো থাকেন সে ই ভোইটাক তারা বএকাট করুবেন জামেনা করো আম্রা
02:07এইটা বলসেন চাকরি হারাদেল একটা বডু অংসো এ কতাও তারা বলসেন জে জে কনো মুল্লে চাকরি তাদের বহাল দাকে হমে মুঝ তার জনো আর �
02:37একটা বলসেন চাকরি হারাদের পক্খো তেকে একি চাকরির জনো দুবার পরিখায় তারা বস্বের না তার করণ টাকা দিয় তারা চাকরি পান্নি
03:07তারা বএকাট করে না কে বারে সেই সমার মধ্য় তারা জামেলা শুরু করে দেবেন