এবার ১৪৪ ধারা জারি করা হল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভববনের চারপাশে। হেমন্ত সোরেনের বাসভবনের ১০০ মিটার এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। হেমন্ত সোরেনের বাসভবনের পাশাপাশি ঝাড়খণ্ডের রাজভবন এবং রাঁচির ইডির অফিসের চারপাশেও ১৪৪ ধারা মোতায়েন করা হয়েছে বলে খবর।
Category
🗞
News