'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।' তাঁর এই ডাক শুনে দলে দলে পথে বেরিয়ে পড়েছিল স্বাধীনতা পূর্ব পর্যায়ের দেশের যুব সম্প্রদায়। দেশকে পরাধীনতা মুক্ত করতে ইংরজে শাসকের বিরুদ্ধে লড়তে যিনি সাহসে ভর করে এগিয়ে আসেন এবং সঙ্গে আনেন যুবদের, তিনি সুভাষ চন্দ্র বসু। সেই মহান দেশ নেতার আজ জন্মদিন।
Category
🗞
News