এবার ফের ভয়াবহ ঘটনা উঠে এল গোয়া থেকে। গোয়ায় একটি হোটেলের মধ্যে নিজেদের ৪ বছরের ছেলেকে এক মহিলা খুন করেন বলে অনুমান পুলিশের। পুলিশ সূত্রে খবর, ওই মহিলা চেক আউটের সময় হোটেল কর্মীকে গাড়ি ডেকে দিতে বলেন। বেঙ্গালুরুর জন্য গাড়ি বুক করেন তিনি এবং সেখানকার উদ্দেশে রওনা দেন। এরপর ওই মহিলা হোটেল থেকে রওনা দেওয়ার পর ঘর পরিষ্কার করতে গিয়ে সেখানকার কর্মীরা রক্তের দাগ দেখতে পান।
Category
🗞
News