সলমন খানের বাগান বাড়িতে ফের প্রবেশের চেষ্টা অজ্ঞাতপরিচয় ২ ব্যক্তির। মুম্বইতে সলমন খানের বাগান বাড়িতে অজ্ঞাত পরিচয় ২ ব্যক্তি প্রবেশের চেষ্টা করলে, তাদের গ্রেফতার করা হয়। গত ৪ জানুয়ারি পানভেলে অভিনেতার যে বাগান বাড়ি রয়েছে, সেখানে প্রবেশের চেষ্টা করে অজেস কুমার ওমপ্রকাশ গিল এবং গুরুসেবক সিং নামে ২ ব্যক্তি।
Category
🗞
News