কুর্দদের যাঁরা গণহত্য়া করেছে, বিরোধী সাংবাদিকদের বাকহরণ করেছে, তাঁর মুখ থেকে কোনও জ্ঞানের কথা শোনা হবে না। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে এভাবেই বিঁধলেন বেঞ্জামিন নেতানিয়াহু। নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ্যে এরদোগানের বিরুদ্ধে তোপ দাগেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।
Category
🗞
News