• last year
জম্মু কশ্মীরের পুঞ্চে সেনা বাহিনীর গাড়িতে জঙ্গি হামলার ঘটনায় ৫ জওয়ান শহিদ হন। পুঞ্চের দেরা কী গলি এলাকায় সেনা বাহিনী এবং জঙ্গিদের গুলির লড়াই শুরু হলে, পরপর ৫ জওয়ান নিহত হন। যে ঘটনায় জল্পনা শুরু হলে, বিষয়টিকে পুলওয়ামা হামলার সঙ্গে তুলনা করেন বিরোধীরা।

Category

🗞
News

Recommended