ফের নতুন করে ভয় ধরাচ্ছে কোভিড । ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট কেরলে ধরা পড়ার পর থেকেই বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন। ফলে কেরলে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট JN.1 এর জেরে ক্রমাগত আতঙ্ক ছড়াচ্ছে। এসবের পাশাপাশি গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনার কামড়ে পরপর ৩ জনের মৃত্যু হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্যে প্রকাশ।
Category
🗞
News