ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল চিন। জোরাল মাত্রার ভূমিকম্পের জেরে চিনের গানসু প্রদেশে কার্যত আতঙ্ক ছড়িয়েছে। গানসু প্রদেশে যে ভয়াবহ ভূমিকম্প হয়, তার জেরে এখনও পর্যন্ত ১১৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জখম ২৩০। চিনের গানসু-কিংঘাই সীমান্ত মঙ্গলবার ভয়াবহ কম্পনে কেঁপে ওঠে। রিখটার স্কেলে যে কম্পনের মাত্রা ছিল ৬.২।
Category
🗞
News