খালিস্তানি জঙ্গি গুরপতওয়াত সিং পান্নুনের খুনের পরিকল্পনায় অভিযুক্ত নিখিল গুপ্তার পরিবার এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল। নিখিল গুপ্তাকে বেআইনিভাবে গ্রেফতার করে আটকে রেখেছে চেজ রিপাবলিক। নিখিল গুপ্তাকে যাতে মুক্ত করা হয়, সেই দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ গুপ্তার পরিবার।
Category
🗞
News