• last year
বুধবার সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে বৃহস্পতিবার অধিবেশন চালু হতেই উত্তাল হয়ে ওঠে লোকসভা। পরে বিশৃঙ্খল আচরণের অভিযোগে লোকসভার শীতকালীন অধিবেশন থেকে বরখাস্ত করা হয় পাঁচ জন কংগ্রেস সাংসদকে। বৃহস্পতিবার বরখাস্ত হওয়া ওই সাংসদরা হলেন টিএন প্রথাপন, হিবি ইডেন, এস জোথিমনি, রম্যা হরিদাস এবং ডিন কুরিয়াকোসে।

Category

🗞
News

Recommended