গাজায় যাতে যুদ্ধ বিরতি করা হয়, সেই দাবিতে ভোট দিল ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে গাজায় যুদ্ধ বিরতি নিয়ে ভোটদান পর্ব শুরু হয়। সেখানে গাজায় যুদ্ধ বিরতির পক্ষে ভোট দেয় ভারত। গাজায় যেমন যুদ্ধ বিরতির পক্ষে ভারত ভোট দেয়, তেমনি হামাসের কবল থেকে ইজরায়েলি পণবন্দিদের উদ্ধারের দাবিতেও আবেদন জানানো হয়।
Category
🗞
News