হামাস জঙ্গিরা আত্মসমর্পণ করুক। ইজরায়েলিসেনা দক্ষিণ গাজায় প্রবেশ করতে শুরু করেছে। দক্ষিণ গাজা চারপাশ থেকে ঘিরে ফেলেছে ইজরায়েল। তাই যেভাবে হোক এই মুহূর্তে আত্মসমর্পণ করুক হামাস কমান্ডাররা। না হলে, এর ফল ভুগতে হবে। এবার এভাবেই সুর চড়ালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
Category
🗞
News