ঘূর্ণিঝড় মিগজাউম আছড়ে পড়ার আগে থেকেই চেন্নাই-সহ তামিলনাড়ুর বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার অন্ধ্র প্রদেশের নেল্লোর এবং মছলিপত্তমের মঝে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কথা। ফলে তামিলনাড়ু উপকূল এবং অন্ধ্রপ্রদেশে শুরু হয়েছে এক নাগাড়ে বৃষ্টি। মিগজাউমের প্রভাবে চেন্নাইতে একটানা বৃষ্টি শুরু হওয়ায় বিপর্যস্ত জনজীবন।
Category
🗞
News