• last year
দূষন মুক্ত সবুজ পৃথিবী গড়ার উদ্যেশ্যে মানুষেরৎকাছে বার্তা পৌছতে পিছন পায়ে হেঁটে নয়শো কিমি যাত্রা পথে বেথুয়াডহরী এসে পৌঁছলেন ৬৫বছরের অবসর প্রাপ্ত আই টি সেলের প্রবীন

জাতীয় সড়ক ধরে সবুজ পৃথিবী গড়ার উদ্যেশ্যে মানুষেরৎকাছে বার্তা পৌছতে পিছন পায়ে হেঁটে নয়শো কিমি যাত্রা পথে বেথুয়াডহরী এসে পৌঁছলেন ৬৫বছরের অবসর প্রাপ্ত আইটি সেল এর অবসরপ্রাপ্ত প্রবীণ ব্যক্তি তিনি দার্জিলিং হয়ে সাগর পর্যন্ত পৌঁছবেন । ব্ল্যাক স্টিক দূষণ জল দূষণ বায়ু দূষণ বন্ধ করার বার পদযাত্রা পিছন পায়ে তা তার এই যাত্রাপথে বহু জায়গায় বহু মানুষের সঙ্গে তার পরিচয় হয়েছে এবং প্রত্যেকে তিনি এই বার্তা দিয়েছেন সবুজ পৃথিবী ঘোড়ার আর সেই বার্তা নিয়ে আজ বেথুয়াডহরিতে তিনি তার মন্তব্য রাখলেন জাতীয় সড়কে

Category

🗞
News

Recommended