উত্তরকাশির সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে হাজির হল চিনুক হেলিকপ্টার। মঙ্গলবার বিকেলের মধ্য সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সুড়ঙ্গে আটকে থাকা ৪১ শ্রমিকদের উদ্ধারের পর যাতে তাঁরা চিকিৎসা পান,তার জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা সুড়ঙ্গের পাশে করা হলেও, হেলিকপ্টারও আনা হয়েছে।
Category
🗞
News