এবার ফের ভারতীয় রাষ্ট্রদূতকে হেনস্থা করল খালিস্তানিরা। তরণজিৎ সিং সান্ধু নামে ভারতের যে রাষ্ট্রদূত রয়েছেন আমেরিকায়, নিউ ইয়র্কে তাঁকে হেনস্থা করা হয় বলে খবর। তরণজিৎ সিং সান্ধু নিউ ইয়র্কের একটি গুরুদ্বারে গেলে, সেখানে তাঁকে হেনস্থার মুখে পড়তে হয় বলে রিপোর্টে প্রকাশ।
Category
🗞
News