• last year
ডেভিড বেকহ্যামের জন্য পার্টির আয়োজন করেন সোনম কাপুর, আনন্দ আহুজা। বেকহ্যামকে ভারতে স্বাগত জানিয়ে সোনমরা যে পার্টির আয়োজন করেন, সেখানে হাজির হন বলিউডের একাধিক তারকা। করিশ্মা কাপুর থেকে মালাইকা অরোরা, অনককেই দেখা যায় সোনমের বিশেষ পার্টিতে।

Category

🗞
News

Recommended