ভয়াহ দুর্ঘটনা জম্মু কাশ্মীরের ডোডা জেলায়। বুধবার ডোডায় একটি বাস ২৫০ মিটার নীচে পাহাড়ের খাঁদে পড়ে যায়। যার জেরে এখনও পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে আহত বহু। তাঁদের জিএমসি ডোডায় ভার্তি করা হয়েছে বলে খবর।
Category
🗞
News