মা এবং শাশুড়ির সঙ্গে মালদ্বীপে পরিণীতি চোপড়া। দুই মায়ের সঙ্গে মালদ্বীপে বেড়াতে গিয়ে একগুচ্ছ ছবি শেয়ার করেন বলিউড অভিনেত্রী। মা রীণা চোপড়া এবং শাশুড়ি অলকা চাড্ডাকে নিয়ে গার্লস ট্রিপে গিয়ে পরিণীতি যে বেজায় খুশি, তা স্পষ্ট করেন অভিনেত্রী। পাশাপাশি মালদ্বীপ থেকে একাধিক ছবি শেয়ার করেন নায়িকা। মা এবং শাশুড়ির পাশাপাশি পরিণীতির সঙ্গে গার্লস ট্রিপে আরও বেশ কয়েকজন পরিবারের সদস্যকে দেখা যায়।
Category
😹
Fun