গাজা ভূখণ্ডে কোথায় হামাস রয়েছে, এবার তা খুঁজে বের করার চেষ্টা জোর কদমে শুরু করেছে ইজরায়েলি সেনা। গাজায় হামাসের যত টানেল রয়েছে, সেখানে খোঁজ শুরু করেছে আইডিএফ। হামাস জঙ্গিরা টানেলে লুকিয়ে থাকলেও, সেখান থেকে যাতে পার না পায়, সেদিকে সজাগ নজর আইডিএফের।
Category
🗞
News