তাঁর সম্পর্কে য সমস্ত খবর ছড়াচ্ছে, বিশেষ করে গ্রেফতারির, তা একেবারে ভুয়ো। এবার এমনই দাবি করলেন ইউটিউবার এলভিস যাদব। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে শুক্রবার একটি ভিডিয়ো শেয়ার করেন এলভিস। সেখানে তিনি বলেন, তাঁর গ্রেফতারি নিয়ে যে খবর ছড়াচ্ছে, তার কোনও ভিত্তি নেই।
Category
🗞
News