গাজা ভূখণ্ডকে এবার ঘিরে ফেলল ইজরায়েল। গাজার মূল শহরকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে বলে খবর। গাজা থেকে সরে যাক ইজরায়েল। গাজার নীরিহ মানুষের উপর হামলা করা যাবে না। আরব দেশগুলি যখন বার বার চাপে ফেলছে ইজরায়েলকে, সেই সময় গাজার মূল জায়গাগুলিকে ইজরায়েলি সেনা বাহিনী ঘিরে ফেলেছে বলে খবর।
Category
🗞
News