• 2 years ago
বেরিলি বিমানবন্দরের রিজার্ভ লাউন্জে প্রবেশ করতে দেওয়া হয়নি নীনা গুপ্তাকে। বিমানবন্দরে বসেই এক ভিডিয়ো বার্তায় এমন জানান অভিনেত্রী। নীনা বলেন, তিনি বেরিলি বিমানবন্দরের রিজার্ভ লাউন্স গিয়ে বিশ্রাম নিতে চাইলে, সেখানে তাঁকে বাধা দেওয়া হয়।

Category

🗞
News

Recommended