কোভিডের থেকেও মারাত্মক কোনও অসুখ ফের হানা দিতে পারে। যা কোভিডের তুলনায় প্রায় আরও বেশি ভয়ানক। এবার এমনই সতর্কতা জারি করা হল ব্রিটেনের স্বাস্থ্য দফতরের তরফে। কোভিডের চেয়ে আরও বেশি মারাত্মক ভাইরাসকে X বলে সম্মোধন করা হয় ব্রিটেনের স্বাস্থ্য দফতরের তরফে।
Category
🗞
News