পাকিস্তানি মহিলা সীমা হায়দর কি এবার বলিউডের সিনেমায় অভিনয় করবেন? এমনই জল্পনা ছড়িয়েছে। সীমা হায়দরের সঙ্গে সম্প্রতি দেখা করেন চলচ্চিত্র পরিচালক জয়ন্ত সিনহা এবং ভরত সিং। গেরুয়া রঙের চাদর জড়িয়ে, সীমাকে অডিশনের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেন চলচ্চিত্র পরিচালক।
Category
🗞
News