পাহাড়ের উপর থেকে হুড়হুড়িয়ে নেমে এল পাথর। ধসের পর নাগাল্য়ান্ডে যখন পাহাড় বেয়ে দৈত্যাকার পাথর নেমে আসতে শুরু করে, তা দেখতে পাননি প্রায় কেউ। মুহূর্তের মধ্যে সেই পাথর গুঁড়িয়ে দেয় একটি গাড়িকে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভয়ে শিউরে ওঠেন অনেকে।
Category
🗞
News