• last year
আহত শাহরুখ খান। মার্কিন মুলুকে ছবির শ্যুটিং করতে গিয়ে আহত হন শাহরুখ খান। তাঁকে লস এঞ্জেলসের একটি হাসপাতালে ভর্তি করা হয়বলে খবর। সূত্রের খবর, শ্যুটিংয়ের সেটে নাকে চোট পান কিং খান। রিপোর্টে প্রকাশ, চোট লাগতেই শাহরুখ খানের নাক থেকে ঝরঝর করে রক্ত বের হতে শুরু করে।

Category

🗞
News

Recommended