রবিবার জলসা থেকে বেরিয়ে আসতেই আকুল অনুরাগীরা। অমিতাভ বচ্চনকে এক ঝলক দেখতে, তাঁর বাড়ির সামনে প্রত্যেক রবিবার জনসমুদ্র বয়ে যায় কার্যত। অসংখ্য গুনমুগ্ধর কথা মাথায় রেখে তাই প্রত্যেক রবিবার জলসার গেটের বাইরে এসে অনুরাগীদের দেখা দেন অমিতাভ বচ্চন।
Category
🗞
News