গুরুত্ব হারাবে স্নাতকোত্তর? নতুন শিক্ষানীতিতে উচ্চ শিক্ষা নিয়েই আশঙ্কার মেঘ

  • last year
৪ বছরে স্নাতক। স্নাতকোত্তর লেখাপড়া এক বছরের। কলেজ পাঠ্যক্রমেই থাকবে গবেষণা পত্র। প্রস্তাবিত নতুন জাতীয় শিক্ষানীতিতে আরও উজ্জ্বল হবে শিক্ষার ভবিষ্যৎ? নাকি এই নতুন পাঠ্যক্রম এবং নীতিতে তৈরি হবে নতুন জটিলতা? ওয়াকিবহল মহলের একাংশ যখন দাবি করছে, জাতীয় শিক্ষানীতির পরিবর্তন ‘যুগান্তকারী’, ঠিক সেখানেই যুক্তিবাদীদের পাল্টা প্রশ্ন, এতে স্নাতকোত্তর লেখাপড়ার গুরুত্ব কমে যাবে না তো? সুবিধা, অসুবিধা, পরিকাঠামো এবং সুদূরপ্রসারী ভবিষ্যৎ— পড়ুয়াদের ‘মন কি বাত’ শুনল আনন্দবাজার অনলাইন।