বরই গাছ কলম,করার আগে ‌ডাল কেটে দিতে হবে | Plum║Bangla vlog Md Kanan sarkar kamrul2023

  • last year
বরই গাছ কলম,করার আগে ‌ডাল কেটে দিতে হবে | Plum║Bangla vlog Md Kanan sarkar kamrul2023, কুল গাছের বৃদ্ধি ও পরিমিত ফল ধরনের জন্য ডাল ছাঁটাই একটি জরুরি কাজ। ঠিকমতো ছাঁটাই না হলে বাগান নষ্ট হয়ে যেতে পারে। কলম মাটিতে লাগানোর পর একটি সতেজ ও বাড়ন্ত ডালকে উপরের দিকে বেড়ে উঠতে সাহায্য করতে হবে। এজন্য প্রয়োজনমতো সতেজ ডাল রেখে বাকিগুলো কেটে দিতে হবে। এ কাজে কাচি ব্যবহার করতে হবে ও কাঠি দিয়ে মূল গাছকে খাড়া রাখতে হবে। গাছ কাটতে হবে সমান করে, যাতে মূল গাছের কোন বাকল বা ছাল না উঠে এবং মূল গাছের যাতে কোন ক্ষতি না হয় সেদিকে খুব সতর্কভাবে খেয়াল রাখতে হবে। কাটা অংশটি কাঁচা গোবর দিয়ে ঢেকে দিতে হবে। এরপর কাণ্ডটিতে প্রচুর নতুন কুশি জন্ম নিবে। ফলে উপরের ২ ফুট অংশের নতুন গজানো শাখা প্রশাখায় গাছটি ছাতার মতো আকার নিবে এবং এক পর্যায়ে একটি ঝাকড়া গাছ হবে। প্রতি বছর মার্চে গাছ ছাঁটাই করতে হবে। বড় ডাল সাবধানে করাত দিয়ে কাটতে হবে। কুল গাছে সব সময় নতুন গজানো শাখায় মুকুল আসে।বড়ই গাছে কলম করার পদ্ধতি,বরই গাছে কলম করার পদ্ধতি,বরই গাছের কলম,boroi gaser kolom,Md Kanan sarkar kamrul,কুল গাছে কলম করার পদ্ধতি,গাছে কলম করার পদ্ধতি,বড়ই গাছের কলম করার পদ্ধতি,বরই গাছের কলম করার পদ্ধতি,বড়ই গাছের কলম, এজন্য নিয়মিত ছাঁটাইয়ের ফলে গাছে বেশি পরিমাণ নতুন শাখা-প্রশাখা গজাবে ও সেই সাথে বেশি পরিমাণ ফল ধরবে। ফাল্গুন চৈত্র মাসে দেশি এবং উন্নত জাতের কুল গাছের ডাল কেটে দিতে হবে। যারা জংলি গাছ উন্নত গছে পরিণত করতে চান তাদের এখন জংলি বড়ই গাছের ডাল কেটে দিতে হবে।#বর‌ই #গাছের_পরিচর্যা #Md_Kanan_Sarkar_Kamrul