To attend the opening ceremony of the book fair at Sanghoti Maidan premises in Dinhata.

  • last year
এই প্রথমবার কুচবিহার জেলার অন্যতম মহকুমা, দিনহাটা শহরের প্রাণকেন্দ্র সংহতি ময়দান প্রাঙ্গণে, দিনহাটা মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত। জেলা বইমেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে, মহকুমার সকল বিদ্যালয়গুলোর সাথে তাল মিলিয়ে, "দিনহাটা স্টেশন পাড়া শরণার্থী উচ্চ বিদ্যালয়" -র, চারশত ছাত্র-ছাত্রী নিয়ে উক্ত অনুষ্ঠানের যোগদানের বিশেষ পর্ব। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে ক্যারাটে প্রশিক্ষক হিসেবে উক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করি এবং অনুষ্ঠানের উদ্বোধনে যোগদান করি।


#All_Bengal_Sports_Karate_Do_Federation #ABSKF #Book_Fair

Recommended