• 2 years ago
ডার্ক পাওয়ার বুড়ো মানুষদের জানোয়ার বানিয়ে দেয়, হিংস্র আক্রমন করে যুবকদের | Old people movie explained in bangla.

বয়স্কদের সম্মান করুণ, কারণ আপনার অবহেলা হয়তো তাদের জানোয়ারে পরিনত করবে। হাজারো বছর আগে অবহেলিত বৃদ্ধ লোকদের উপর ভায়ানক আত্মা ভর করত আর বৃদ্ধরা পেয়ে যেত ডার্ক পাওয়ার, যখনি বয়াস্করা অবেলায় আর নির্যাতনের শিকার হবে সেই আত্মা আবার ফিরে আসবে। শুরু হবে এমন পরিস্থিতির যার কল্পনা করলে ও আপনার রুহ কেপে যাবে।
বোনের বিয়ে উপলক্ষে এলা তার দুই সন্তানকে নিয়ে তার গ্রামের বাড়িতে ফিরে আসেন। গ্রামের পরিস্থিতি অনেক পরিবর্তন হয়ে গেছে। যুবক মানুষেরা বয়াস্কদের বৃদ্ধ আশ্রমে রেখে শহরে পাড়ি জমিয়েছেন। বৃদ্ধা আস্রমে অবহেলায় পড়ে থাকা বুড়ো মানুষেরা বিয়ের মিউজিক এর উপরে আক্রিষ্ট হয়। তাদের মধ্যে অদ্ভুত শক্তি চলে আসে। তারা অন্য যুবকদের উপর প্রতিশোধ নিতে হিংস্র হয়ে উঠেন। আশেপাশের সবাইকে মেরে ফেলেন। এলার পরিবার এই হামলায় সাফার করে।
বিস্তারিত জানতে ভিডিও movie explain in bangla শেষ পর্যন্ত দেখুন। এটা একটি Horror, Thriller ধারার Hollywood movie. Old people movie অন্য ভাষায় হলেও এর সম্পুর্ণ Bangladeshi language এ bangla explained দেখতে পাবেন এই ভিডিও তে।

Recommended