ডুয়ার্সের রানিচেরা চা বাগান থেকে দুটি চিতা শাবক উদ্ধার

  • 2 years ago
চা বাগানের নালা থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ, বাগানে কাজ করতে গিয়ে শুনতে পান শ্রমিকরা। নালাতে উঁকি মারতেই দেখতে পেলেন জ্বলজ্বল করছে চোখ, দুটি চিতা শাবক। ডুয়ার্সের রানিচেরা চা বাগানের ঘটনা। বাগানের নালাতে দুটি চিতা বাঘের শাবক দেখে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় বনদপ্তরে।