লরি বা গাড়ি নয় কাঁধে করে বিসর্জন হয় বুড়িমার

  • 2 years ago
কৃষ্ণনগরের জগদ্ধাত্রীর সব প্রতিমা কাঁধে করে নিয়ে বিসর্জন দেওয়াই রীতি। সব শেষে বিসর্জন হয় ‘বুড়িমা’-র। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী মানেই বুড়িমা। প্রত্যেক বছর হাজার হাজার মানুষ বুড়িমার দর্শনের জন্য ছুটে আসেন। এ বছর ৭ কেজি সোনার গয়না দিয়ে সাজানো হয়েছিল বুড়িমাকে। শুধু অঞ্জলি দিতে নয়, বুড়িমার বিসর্জন দেখতে মানুষের ঢল নামে। এই শোভাযাত্রায় ঢাকিদের উপস্থিতি লক্ষ্য করার মত।