গাড়িতে দুর্ঘটনা ঘটলেই জানতে পারবে পুলিশ, পরিবহণ দফতরও

  • 2 years ago
গাড়িতে দুর্ঘটনা বা অবাঞ্ছিত কোনও কিছু ঘটলেই জানতে পারবে পরিবহণ দফতর। এমনকি, জানতে পারবে পুলিশও। এমনই প্রযুক্তির ব্যবহার শুরু করতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, এ বার থেকে প্রতিটি বাণিজ্যিক গাড়িতে ‘ভেহিকলস লোকেশন ট্র্যাকিং ডিভাইস’ (ভিএলটিডি) লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে। ২০২০ সালের ১ এপ্রিলের পর থেকে যে সমস্ত বাণিজ্যিক গাড়ি রাজ্যের রাস্তায় নেমেছে, সেখানে এই প্রযুক্তি লাগানো হয়েছে। কিন্তু তার আগে রাস্তায় নামা গাড়িগুলির ক্ষেত্রে এই প্রযুক্তি বাধ্যতামূলক করা হচ্ছে।