বালির নিহত তৃণমূল নেতা তপন দত্তর বাড়িতে সিবিআই। প্রতিমা দত্ত তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশের পর নিহত তৃণমূল নেতার বাড়িতে সিবিআই১২ বছর পরেও তপন দত্ত খুনের কিনারা অধরা। ২০১১-র ৬ মে খুন হন বালির তৃণমূল নেতা তপন দত্ত। চলতি বছরের ৯ জুন সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। ৬ মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয় আদালত। ৩ মাস কাটলেও এফআইআর ছাড়া কিছুই করেনি সিবিআই, অভিযোগ প্রতিমা দত্তর।
Category
🗞
News