শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক ‘মিডলম্যান’ গ্রেফতার। প্রদীপ সিংহর পর গ্রেফতার প্রসন্নকুমার রায়। সল্টলেকে প্রসন্নর অফিস ও বাড়িতে সিবিআই হানার পর গ্রেফতার। ধৃত মিডলম্যান প্রসন্নকুমার রায়কে নিয়ে যাওয়া হল আলিপুর আদালতে। আলিপুর পুলিশ আদালতে তোলা হল প্রসন্নকে। আগে ধৃত মিডলম্যান প্রদীপ সিংহকে জেরা করে প্রসন্নকুমারের খোঁজ, খবর সিবিআই সূত্রে।
Category
🗞
News