বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে শিশুকন্যার সামনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। ভারত-বাংলাদেশ সীমান্তে বাগদার জিতপুরে উঠল অভিযোগ। জওয়ানদের শিশুকন্যার সামনে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। বাংলাদেশে যাওয়ার চেষ্টা করার সময় ধর্ষণের অভিযোগ। গ্রেফতার দুই বিএসএফ জওয়ান, বাগদা থানায় লিখিত অভিযোগ । অভিযোগের ভিত্তিতে দুই জওয়ানকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ। ‘দালাল ধরে ওই গৃহবধূ সীমান্ত পেরোচ্ছিলেন’, ‘তখন ঘটনা ঘটে, ২ জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে’, ওই জওয়ানদের তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে, বক্তব্য বিএসএফের। সীমান্তে যাচ্ছেন বাগদার বিধায়ক বিশ্বজিত্ দাস। ‘সীমান্তে গিয়ে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেব, জানালেন বিধায়ক।
Category
🗞
News