Howrah: হাওড়ার শিবপুরে ফ্ল্যাটের সিঁড়িতেই ব্যবসায়ীকে কুপিয়ে খুন । Bangla News

  • 2 years ago
হাওড়ার শিবপুরে ফ্ল্যাটের সিঁড়িতেই ব্যবসায়ীকে কুপিয়ে খুন। মৃতের নাম শেখ তৈয়ব আলি। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৯টা নাগাদ নাগাদ শিবপুরের কাজিপাড়ার বাড়িতে ফিরেছিলেন চাঁদনি মার্কেটের ওই ব্যবসায়ী। অভিযোগ, বাড়িতে ঢোকার পর সিঁড়ি দিয়ে ওঠার সময়, ব্যবসায়ীর মাথার পিছনে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যবসায়ী বাড়িতে ঢোকার আগেই আততায়ী ওঁৎ পেতে ছিল। কিন্তু কী কারণে খুন, তা নিয়ে এখনও ধোঁয়াশা।

Recommended