গ্রেফতারির ২ সপ্তাহের মাথায় ক্ষমতা খর্ব করা হল অনুব্রত মণ্ডলের। গরু পাচারকাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের হাত থেকে কেতুগ্রাম, মঙ্গলকোট ও আউশগ্রামের সাংগঠনিক দায়িত্ব কেড়ে নেওয়া হল। এতদিন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি পূর্ব বর্ধমানের ওই তিনটি বিধানসভার দলের সাংগঠনিক দায়িত্ব সামলাতেন। তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবু টুডু জানিয়েছেন, ওই তিনটি বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক দায়িত্ব এবার থেকে পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দেখাশোনা করবেন।
Category
🗞
News