কসবায় এসির আউটডোর ইউনিট সারানোর সময় মৃত্যু মেকানিকের। বাড়ির সামনে হাইটেনশন তার, বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু, দাবি এলাকাবাসীর। ‘হাইটেনশন তারের থেকে কিছুটা দূরে ছিলেন’। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে, জানাল পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে পুলিশ
Category
🗞
News