Subiresh Bhattacharya : ব্রহ্মপুরে সিবিআই-এর সিল করা ফ্ল্যাটে এলেন সুবীরেশ

  • 2 years ago
স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্তে সুবীরেশ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ফ্ল্যাটে সুবীরেশকে জিজ্ঞাসাবাদ। স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্তে বাঁশদ্রোণীর এই ফ্ল্যাটই সিল করে দিয়েছিল সিবিআই। সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ কলকাতায় আসেন সুবীরেশ ভট্টাচার্য। ব্রহ্মপুরে সিবিআই-এর সিল করা ফ্ল্যাটে এলেন সুবীরেশ। আমার আমলে কোনও দুর্নীতি হয়নি, বিমানবন্দরে দাবি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর  । পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে, বাড়িতে এসে সুর নরম করে দাবি সুবীরেশের। গতকাল প্রায় ১০ ঘণ্টা ধরে তাঁর বাড়ি ও অফিসে চলে অভিযান । দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিল করে দেওয়া হয় বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ফ্ল্যাট। তল্লাশি চলে সুবীরেশ ভট্টাচার্যের উত্তরবঙ্গের বাংলো ও অফিসেও।

Recommended