Malda TMC: 'বিধায়করা মালিক, আর আমরা চাকর', অভিযোগ তুলে সরব তৃণমূলেরই এক অঞ্চল সভাপতি । Bangla News

  • 2 years ago
বিধায়করা আমাদের মালিক, আর আমরা চাকর। বিধায়কের অনুগামীদের ব্লকে ব্লকে সভাপতি করা হয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুরে এই অভিযোগ তুলে, ফেসবুকে সরব হলেন তৃণমূলেরই এক অঞ্চল সভাপতি। রাজ্য কমিটি থেকেই তালিকা তৈরি করে পাঠানো হয়েছে। দাবি জেলা নেতৃত্বের।

Recommended