বিপাশা বসুর স্ফীতোদর। তাঁর অনাগত সন্তানকে পরম যত্নে দু'হাত দিয়ে আগলে রেখেছেন হবু বাবা কর্ণ।ঢিলেঢালা সাদা শার্টে তাঁর চেহারায় মাতৃত্বের আভা। এই ছবি মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল। অনুরাগীদের উৎসাহ দেখে এ বার বিপাশা স্ফীতোদরের ভিডিয়ো করলেন। কালো গাউনে সন্তান আসার আনন্দকে ভিডিয়োর মাধ্যমে প্রকাশ করলেন অভিনেত্রী। জানালেন 'বেবি' আসছে তাঁর।
Category
🗞
News