• 3 years ago
বিপাশা বসুর স্ফীতোদর। তাঁর অনাগত সন্তানকে পরম যত্নে দু'হাত দিয়ে আগলে রেখেছেন হবু বাবা কর্ণ।ঢিলেঢালা সাদা শার্টে তাঁর চেহারায় মাতৃত্বের আভা। এই ছবি মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল। অনুরাগীদের উৎসাহ দেখে এ বার বিপাশা স্ফীতোদরের ভিডিয়ো করলেন। কালো গাউনে সন্তান আসার আনন্দকে ভিডিয়োর মাধ্যমে প্রকাশ করলেন অভিনেত্রী। জানালেন 'বেবি' আসছে তাঁর।

Category

🗞
News

Recommended