Anubrata Manda: সিবিআই হেফাজতে জেলা সভাপতি, কী পরিস্থিতি বীরভূমে?

  • 2 years ago
বীরভূমের তৃণমূল জেলা সভাপতি সিবিআই হেফাজতে। গভীর রাতে তাঁকে আনা হয়েছে নিজাম প্যালেসে। আর রাতে ৩টে নাগাদ অনুব্রত মণ্ডলের কয়েকজন অনুগামী পৌঁছে গেলেন নিজাম প্যালেসে। তৃণমূল জেলা সভাপতির জন্য জন্য তাঁরা সঙ্গে আনেন মুড়ি আর অক্সিজেন সিলিন্ডার। 

Recommended