Ashim Sarkar on CAA: ডিসেম্বরের মধ্যে রাজ্যে কার্যকর করা হবে CAA। দাবি হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের। Bangla News

  • 2 years ago
ডিসেম্বরের মধ্যে রাজ্যে কার্যকর করা হবে CAA। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে এমনই আশ্বাস মিলেছে বলে দাবি হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের। বিধায়কের দাবি, CAA-র খসড়া তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। পুজোর পরেই তা বাস্তবায়িত করার পথে হাঁটবে কেন্দ্র।দাবি বিজেপি বিধায়ক অসীম সরকারের। বিধায়ক জানিয়েছেন, CAA নিয়ে নির্বাচনী প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দলের অন্দরে তিনি একাধিকবার প্রশ্ন তোলেন। তার প্রেক্ষিতেই দলের শীর্ষ নেতৃত্বের তরফে আশ্বাস মিলেছে বলে অসীম সরকারের দাবি।