Aj Banglay : ‘অর্পিতার সঙ্গে শান্তার কোনও কি যোগাযোগ আছে?’, বদলি-মামলায় প্রশ্ন বিচারপতির

  • 2 years ago
শিক্ষক বদলির মামলায় সিবিআই, উঠল অর্পিতার প্রসঙ্গ। ‘অর্পিতার সঙ্গে শান্তার কোনও কি যোগাযোগ আছে’। ‘এত ঘনঘন বদলির সুপারিশপত্র পাচ্ছেন কী করে ?’ ৫ বছরে ২বার বদলির অভিযোগে মামলায় মন্তব্য বিচারপতির। ২০১৬ সালে শিলিগুড়ি শ্রীগুরু বিদ্যামন্দির হাইস্কুলে যোগ দেন শান্তা মণ্ডল। শিলিগুড়ি শ্রীগুরু বিদ্যামন্দিরে সহ শিক্ষিকা হিসেবে যোগ দেন শান্তা মণ্ডল। ২০১৯ সালে প্রধান শিক্ষিকার পদের জন্য পরীক্ষা দিয়ে পাস করেন। যোগ দেন বীরপাড়া গার্লস হাইস্কুলে প্রধান শিক্ষিকা হিসেবে। এক বছর পরেই শিলিগুড়ি অমিয় পাল ইন্সটিটিউটে যোগদানের সুপারিশ। শিলিগুড়িতে বদলির জন্য শান্তা মণ্ডলকে সুপারিশ করে শিক্ষা দফতর। শ্রীগুরু বিদ্যামন্দির হাইস্কুলে থাকতে চাই বলে আবেদন জানান শান্তা মণ্ডল। ৩ সপ্তাহ আগে শ্রীগুরু বিদ্যামন্দির হাইস্কুলে যোগ দেন শান্তা মণ্ডল। হাইকোর্টে মামলা করেন শ্রীগুরু বিদ্যামন্দিরের সহকারী প্রধান শিক্ষক। শান্তা মণ্ডলকে শ্রীগুরু বিদ্যামন্দির স্কুলে দায়িত্ব সামলাতে বলেন বিচারপতি । ‘বদলির নেপথ্যে বিশাল প্রভাব রয়েছে’, মন্তব্য বিচারপতির। শিক্ষক বদলি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতির।